চুয়াডাঙ্গায় দুইটি উপজেলাতে বিজয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: জেলা উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ভাই এবং দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু ও জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন হাফিজুর রহমান। এরা দুইজনই দুইউপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পর পর দুইবার নির্বাচিত হলেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার তাওয়াক্কিল রহমান, বুধবার (৮ মে) রাত ১১টার পর এক বার্তায় জানান, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী মুনছুর বাবু ৪৯ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এস.এ.এম.জাকারিয়া আলম মোটরসাইকেল প্রতীকে ১৩ হাজার ৫৩০ ভোট পেয়েছেন। এ নির্বাচনে অংশ গ্রহণ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্ব›দ্বীতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিউল কবির ইউসুফ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তানিয়া খাতুন ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার প্রতিদ্ব›দ্বী সাহিদা খাতুন কলস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৪৭ ভোট।

তিনি আরো জানান,চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে ৩৩ হাজার ৫৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এস.কে.লিটন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৬১৭ ভোট।

এছাড়া কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম ঈসা। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ৩৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেনুকা আক্তার রিতা। তার প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আয়েশা সুলতানা লাকী কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৩৭১ ভোট।

তিনি জানান, দামুড়হুদা উপজেলায় মোট দুই লাখ ৪৭ হাজার ৮২২ জন ভোটার। এ নির্বাচনে বৈধ ভোট ৬৬ হাজার ৭২টি। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ৯১৭টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৭ হাজার ৯৮৯ টি। ২৭ দশমিক ৪৩ শতাংশ ভোটার এ উপজেলা ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জীবননগর উপজেলায় ভোটারের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৩৯৬ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৫৬ হাজার ৬৭০। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ২২০ টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫৭ হাজার ৮৯০ টি। এ উপজেলায় ৩৭ দশমিক ২৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...