যশোরে তিন কোটি টাকার সোনা আত্মসাৎ করা যুবকের মরদেহ মিললো মাগুরায়!

যশোর থেকে তিন কোটি টাকার সোনার বার আত্মসাৎ করা ওমর ফারুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাগুরা সদর উপজেলার আলমখালী-পশ্চিম রামনগর থেকে নিখোঁজের ছয়দিন পর ওই লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম শার্শা থানায় মামলা করেছেন।

ওমর ফারুক শার্শা উপজেলার টেংরালী গ্রামের ওসমান আলী ও ফিরোজা বেগমের ছেলে।

মামলার বাদী ফিরোজা বেগম জানিয়েছেন, শনিবার (১১ নভেম্বর) ওমর ফারুক সুমন তার বোনের ছেলেকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন রাতে ছেলে বাড়িতে না ফেরায় বিভিন্নস্থানে খোঁজখবর করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে সোমবার শার্শা থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু থানার অফিসার ইনচার্জ (ওসি) তাদের অভিযোগটি নিতে অস্বীকৃতি জানান। থানা হতে বের হওয়ার পরই একটি নাম্বার দিয়ে বাদীর ফোনে রিং দিয়ে জানায় তোমার ছেলে সাড়ে তিন কোটি টাকার সোনা আত্মসাৎ করার কারণে তাকে আটকে রাখা হয়েছে। ওই সোনাগুলো ফেরত দিলে তার ছেলেকে ছেড়ে দেয়া হবে। এরপর তাদের সঙ্গে দেখা করতে চাইলে বেনাপোল বন্দরের ৩ নাম্বার গেটের সামনে আসতে বলে। তাদের কথামতো বাদীর ভাই শিমুল বিশ্বাসকে সাথে নিয়ে বেনাপোল গাজীপুরে শাহাবুদ্দিন গোলদারের তিন তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় পশ্চিম পাশের কক্ষে যায়। সেখানে গিয়ে দেখতে পান বেনাপোল ৯ নম্বর ওয়ার্ডের (বড়আঁচড়া) কামাল হোসেন, সাদীপুর গ্রামের এজাজ রহমান, শার্শার শালকোনার তরিকুল ইসলাম ও একই এলাকার পলাশ হোসেনসহ ৮-১০ জন আমার ছেলেকে দঁড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করছে। আর বলছে সোনার বার কোথায় রেখেছিস সেগুলো বের করে দে। এরপর আমার ছেলে আমাকে বলে বাড়িতে গিয়ে রাস্তার পাশে লুকানো ও বাড়ির বাক্সের ভিতর সোনার বারগুলো আছে। সেগুলো নিয়ে তাদেরকে দিয়ে দাও। কিন্তু সেখানে লোকজন নিয়ে তল্লাশি করে ও সোনার কোনো বার পাওয়া যায়নি। তারপর থেকেই তার ছেলের আর কোনো সন্ধান নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেছেন, শার্শা থানার ওসি যদি প্রথমে মামলা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে আমার ছেলেটার মৃত্যু হতো না বলে তিনি জানান।

তিনি এ হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের বিচারের দাবি করেছেন।

বিষয়টি নিয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুর রহমানের মুঠোফোনে কয়েক বার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি সাথে সাথে মামলা গ্রহণ করি। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছিলো। কিন্তু বৃহস্পতিবার মাগুরা পুলিশের মাধ্যমে জানতে পারি সেখানে একটা মরদেহ পাওয়া গেছে। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা শংকর কুমারকে ও নিখোঁজ ওমর ফারুক সুমনের মাকে পাঠানো হয়েছে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...