ঢাকা অফিস: চলমান এইচএসসি পরীক্ষার আরো তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃসমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বৃহস্পতিবারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিলো।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল
তিনি বলেন, অনিবার্য কারণবশত আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
স্বাআলো/এস/বি