জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি এলাকা হতে সুজনকে (২৬) পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আলমডাঙ্গা উপজেলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা জাহান, শিক্ষা ও আইসিটি শাখা কর্তৃক রিপনকে (৩১), ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আনিছ আলীকে (২২) এক হাজার টাকা জরিমানা করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।
স্বাআলো/এস