Uncategorized

ফরিদপুরে একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

| November 3, 2023

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাধীন দুই পুরুষ ও এক নারী মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইরানী (৫৫), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের নূর মোহাম্মদ (৯০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সোহেল শেখ (৩২)।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৬ জন, চিকিৎসাধীন রয়েছেন ৪৭৩ জন।

সিভিল সার্জন জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ১৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৫৭৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১১৯ জন। তারা ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply