আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাটে বৃহস্পতিবার(১৮ জুলাই) চার্জে দেয়া ব্যাটারী চালিত রিকসা ভ্যান চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় আটককৃতদের হেফাজত থেকে তিনটি চোরাই ভ্যান ও ভ্যানের মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের রাসেল মোল্লা (২৫) ও উদয়পুর গ্রামের বাবু মোল্লা (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোদালিয়া গ্রামের রুহুল আমীন বুধবার রাতে নিজ বাড়ীতে ভ্যান চার্জে বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে চার্জে দেয়া ভ্যানটি দেখতে না পেয়ে ডাক-চিৎকার শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশীরা উঠে এসে ভ্যান তল্লাশি শুরু করে এবং ভ্যানটির অবস্থান জানতে পেরে মোল্লাহাট থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে ভ্যানটি উদ্ধারসহ চুরির সাথে জড়িত দুইজনকে হাতে-নাতে গ্রেফতার করে।
বাগেরহাটে ব্রীজের সাথে অটো ভ্যানের ধাক্কা, চালক নিহত
মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, ভ্যান চুরির ঘটনায় দুইজন কে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃতদের কাছ থেকে আরো দুইটি চোরাই ভ্যান ও ভ্যানের অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি নিয়মিত মামলা রেকর্ড করাসহ আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।
স্বাআলো/এস/বি