ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের বিপরীত পাশে বিএনপির মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ঢামেকের নতুন গেটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন (৪১), পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম (৪৩) ও উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৮)।
পরিদর্শক আব্দুল হালিম জানান, হঠাৎ করে ঢামেকের নতুন গেট দিয়ে বিএনপি-জামায়াতের কিছু নেতাকর্মীরা মিছিল বের করে রাস্তায়। এ সময় তাদের সামনে যেতেই পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হতে থাকে। এতে জাকির হোসেনের ঠোঁট ফেটে যায়। এছাড়া অন্যদেরও শরীরে আঘাত লাগে।
তিনি আরো জানান, পরে তারা ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
স্বাআলো/এসএস