দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৬ মে) পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, যতটা ভয়াবহ হতে পারে
এই ধরনের পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহবান জানিয়ে আবহাওয়া অফিস বেশ কিছু পরামর্শ দিয়েছে। বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় নিরাপদ থাকতে:
১. বজ্রপাত হলে নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করতে হবে।
২. দরজা ও জানালা বন্ধ রাখতে হবে।
৩. জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাতায়াত এড়িয়ে চলতে হবে।
৪. খোলা জায়গা বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে।
৫. কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান দেওয়া যাবে না।
৬. ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখতে হবে।
৭. জলাশয় বা পানির কাছাকাছি থাকলে দ্রুত সরে আসতে হবে।
৮. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
৯. শিলাবৃষ্টি হলে ঘরে অবস্থান করতে হবে।
এই সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
স্বাআলো/এস