জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ও ৫ কমলাপুর দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল রবিবার (২৮ এপ্রিল)।
এ দুইটি ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য ১৮টি কেন্দ্রে ১২ জন ম্যাজিস্ট্রেট, চার প্লাটুন বিজিবি, ১৪৪ জন পুলিশ, ৩০৬ জন আনসার, পাঁচ প্লাটুন র্যাব সদস্য নিয়োগ করা হয়েছে বলে রির্টানিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন।
১৩ নং ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী চারজন প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ (ঘোড়া), জসিম মোল্লা (টেলিফোন), জহিরুল ইসলাম সোহাগ (মোটরসাইকেল) ও সরোয়ার হোসেন (আনারস)।
এ ইউনিয়নে সংরক্ষিত তিনটি আসনে ৯ জন এবং সাধারন ৯টি আসনে ২৫ জন প্রার্থী। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ হবে। এ ইউনিয়নে আট হাজার ৪৪৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ২৭৬ এবং মহিলা ভোটার চার হাজার ১৬৯ জন।
কমলাপুর ইউনয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে ছালাম মৃধা (চশমা), মনির রহমান মৃধা (আনারস) ও শফিকুল ইসলাম(ঘোড়া)।
এ ইউনিয়নে সংরক্ষিত আসনে আটজন এবং সাধারন আসনে ২৬ জন প্রার্থী। এ ইউনিয়নে ৯ কেন্দ্রের ৫৪টি বুথে ভোটগ্রহণ হবে। কমলাপুর ইউনিয়নে ১৯ হাজার ৮৪৫ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৪৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৬০২ জন।
ইতিমধ্যে ব্যালট পেপার৷ ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সকল উপকরণ কেন্দ্র সমূহে পৌছানো হয়েছে বলেও জানান রির্টানিং অফিসার খান আবি শাহানুর খান জানান।
স্থানীয়রা জানান, ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ রুবেল মোল্লা (ঘোড়া) ও সাতবার নির্বাচিত মেম্বর সরোয়ার হোসেন (আনারস) মধ্যে এবং কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা (চশমা) এবং বর্তমান চেয়ারম্যান মনির রহমান মৃধার (আনারস) মধ্যে ভোটযুদ্ধ হবে। রবিবার ভোট গ্রহণ শেষে কে জিতবে এবং কে হারবে ফলাফল নিশ্চিত হবে।
স্বাআলো/এস