বিনোদন

ক্ষমা চাইলেন তিশা

| November 18, 2023

তানজিন তিশার অসুস্থতার মধ্যে ভিন্ন ও মিথ্যা তথ্যে খবর প্রকাশিত হওয়ায় সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন অভিনেত্রী। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা।

শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তিশা। ওই স্ট্যাটাসে তিশা তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

অভিনেত্রী তার স্ট্যাটাসে লেখেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।

আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার, হাসপাতালে ভর্তি

সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশ্যে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সব সময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতো দূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply