শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা মামলার প্রধান আসামি সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।
একটি সূত্র জানিয়েছে, এই গ্রেফতার অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দ্রুত ঢাকায় নেয়া হবে। এরপর ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার গ্রেফতার এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সুব্রত বাইনের গ্রেফতারকে প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, সম্প্রতি রাজধানী ঢাকায় যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত থাকতে পারে, এবং সুব্রত বাইনের গ্রেফতার এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
এই মুহূর্তে সুব্রত বাইন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।
স্বাআলো/এস