ভালো কাজের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজনগর পাড়ার আতাউর রহমান নামের এক ব্যক্তিকে চার লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে এবছরের ১০ অক্টোবর লিবিয়ায় নিয়ে যায় একটি চক্র। এরপর আতাউরকে আটক করে লিবিয়ার পুলিশ। সেখানে আতাউর একমাস কারাভোগের পর বের হয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়েন। পাচারকারীরা তাকে অমানবিক শারীরিক নির্যাতন করে তার পরিবারের সদস্যদের কাছে আরো চার লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জীবননগরের রাজনগর পাড়ায় ভুক্তভোগীর বাড়ির সামনে তার পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে লিবিয়ায় পাচার হওয়া আতাউর রহমানের স্ত্রী জোসনা খাতুন জানান, তার স্বামী আতাউর জীবননগর বাজারে সেলুনের ব্যবসা করতেন। কিন্তু বেশ কিছুদিন থেকে জীবননগর বাজার পাড়ার শাহিন ও তার বাবা তাজিম হোসেন, নারায়নপুর মোড়ের আত্তাব হোসেনের ছেলে উসমান আলী এবং পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্ৰামের রহম আলীর ছেলে নোয়াব আলী পারস্পরিক যোগসাজসে আতাউর রহমানকে ৫০ হাজার টাকার বেশি বেতনের কাজ দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাচার করে। বারবার দালাল চক্রের কাছে ধর্না দিয়ে কোনো সুরাহা না পেয়ে ২৮ নভেম্বর জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
স্বাআলো/এসএ