বিএনপি আহুত তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে বাগেরহাটের মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তার পাশের গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়।
যদিও অধিক সংখ্যাক পুলিশ এসে দীর্ঘ সময় চেষ্টা করে রাস্তার গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার খুব ভোরেই বাগেরহাটের কচুয়া সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া এলাকার সরদার বাড়ির মোড়ে দুর্বৃত্তরা রাস্তার পাশের গাছ কেটে রাস্তায় ফেলে রাস্তা বন্ধ করে দেয়।
পরে স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ সাগর পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয় জনগণের সহায়তায় রাস্তা থেকে গাছ সরিয়ে দ্রুতই যান চলাচল স্বাভাবিক করে দেয়।
বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, মোড়েলগঞ্জের আঞ্চলিক মহাসড়কে খুব ভোরে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে পালিয়ে যায়। পরে জনগণের সহায়তায় পুলিশ রাস্তার গাছ সরিয়ে দেয়। দুবৃর্ত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
স্বাআলো/এস