জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

| October 23, 2023

কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ অক্টোবর) রাতে পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বের হচ্ছে একের পর এক মরদেহ!

শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply