মাগুরায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১৫ জন গ্রাহকের মধ্যে ১১৫টি চেকের মাধ্যমে ৫৭ লাখ পাঁচ হাজার ৩৬১ টাকা বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পপুলার লাইফ ইন্সুরেন্সের বিভিন্ন কর্মকর্তা, কর্মী ও গ্রাহকসহ ৩০০ মানুষ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটেরিয়ামে মাগুরা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জনপ্রিয় বীমা প্রকল্প) আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।

মাগুরায় ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, আল-আমিন বীমা প্রকল্পের খুলনা অঞ্চলের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাগুরা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ডিজিএম সার্ভিস সেল ইনচার্জ উজ্জ্বল হোসাইন, মহাম্মদপুর উপজেলার ডিজিএম শেখ সালাউদ্দিন, আলোকদিয়া সার্ভিস সেলের ডিজিএম মনিরুল ইসলাম ও হিসাবরক্ষক কর্মকর্তা মীর মশিউর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বিএম শওকত আলী বলেন, ২০২৩ সালে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে বীমা দাবি পরিশোধে সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ভালো কাজের সমালোচনা থাকবেই। আমরা প্রায় ছয় হাজার কোটি টাকা গ্রাহক ফেরত দিয়েছি। নতুন গ্রাহক তৈরি করতে হবে। এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে এবং শত বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...