স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন প্রভাবিত হতে পারে এ কারণেই ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সিদ্ধান্ত বলেও জানান তিনি।
রবিবার (৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে।নাশকতাকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। এ সময় নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাআলো/এস