ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়। এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে কঠোর পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
এমপি আনার হত্যা: শাহীনকে ফেরাতে ইন্টারপোলে চিঠি, গ্রেফতার হবে আরো অনেকে
বাবুকে নিয়ে বুধবার (২৬ জুন) তার ফেলে দেয়া মোবাইলসহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
স্বাআলো/এস