বাগেরহাটে স্কুলগামী শিশু ছাত্রীকে রাস্তায় ধর্ষণ চেষ্টার বিচার দাবিতে ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাটে হিন্দু সম্প্রদায়ের স্কুলগামী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোর পূর্বক অপহরণ ও ধর্ষণ চেষ্টার বিচার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণির পেশার হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক নারী পুরুষের সমন্বয়ে উপজেলার চাউলটুরী স্কুলের সামনে জয়ডিহি-কচুড়িয়া সড়েেক বুধবার (৩ এপ্রিল) মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক বরেন্দ্র নাথ হালদার, বাবুল পোদ্দার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাদল, যুবলীগ নেতা কালু ও ইউপি সদস্য মনিন্দ্রসহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

এখানে বক্তারা বলেন, গত ১৮ মার্চ সকালে কোচিং থেকে বাড়ী ফেরার পথে ভিকটিম ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে উপজেলার চাউলটুরী এলাকার রসুল শেখের ছেলে নাঈম শেখ । এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামিকে গ্রেফতার করছে না। এতে করে এলাকার অসংখ্য শিশু শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে স্কুলসহ কোচিং এ যাওয়া বন্ধ করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে ধর্ষণ চেষ্টা কারিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে বক্তারা বলেন।

একই সাথে ধর্ষণ চেষ্টার ঘটনা আড়াল করতে যারা প্রত্যক্ষ ভুমিকা রাখছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে বলেও মানববন্ধনে জোর দাবী তোলা হয়। অন্যথায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে না। মানববন্ধন চলাকালে একাধিক শিক্ষার্থী অভিভাবক বলেন, শুধু হিন্দু সম্প্রদায় নয় বখাটেদের অত্যাচারে সকল শ্রেণির স্কুল কলেজগামী মেয়েরা স্বাধীনভাবে স্কুল বা কোচিং করতে যেতে পারছেনা। অনেক অভিভাবক তাদের মেয়েকে স্কুলে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...