জাতীয়

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

| May 12, 2025

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো ও ফিরতি যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে তিনদিন এবং ঈদের পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গরুবাহী এবং জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তিনি স্পষ্ট করেন যে, এই নিষেধাজ্ঞার মধ্যে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন অন্তর্ভুক্ত হবে না।

তিনি আরও জানান, যানজট এড়াতে সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো ঈদে ঘরমুখী মানুষের যাত্রা যতটা সম্ভব আরামদায়ক ও নিরাপদ করা।

স্বাআলো/এস

Shadhin Alo