যশোর

ভারতে বাংলাদেশি ট্রাক ড্রাইভারের মৃত্যু: বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

| October 12, 2023

ভারতের পেট্রাপোল বন্দরে নাজমুজ শাহাদাত বাবুল (৪৫) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়। তার মরদেহ ফেরতে বিএসএফ বাধা দেয়ায় আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন বেনাপোল ট্রাক-লরি মোটর শ্রমিক সংগঠনের নেতারা।

ভারতে প্রাণ হারানো নাজমুজ শাহাদাত বাবুল যশোরের ঝিকরগাছা সদর উপজেলার অলিয়ার রহমান সরদারের ছেলে।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, বুধবার সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে পাটজাতীয় পণ্য ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে নিয়ে যান বাবুল। ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে তার মৃত্যু হয়। বাবুলের মরদেহ এখনো ভারতে রয়েছে।

তার মরদেহ ফেরতের দাবিতে ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বৃহস্পতিবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে, তবে বন্দরে লোড-আনলোড, শুল্কায়ন ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply