পটুয়াখালীতে যক্ষ্মা নিয়ন্ত্রনে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: “আসুন সচেতন হই, যক্ষ্মা প্রতিরোধ করি”এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতেশিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বুধবার (৫ জুন) মল্লিকা পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাব পটুয়াখালী জেলা শাখার সভাপতি সুলতান আহম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃরেজাউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান, নাটাব পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মন্দ্রী চন্দ্র দত্ত, পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আঃ হাই বিদ্যানিকেন এর প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর ফিল্ড সুপার ভাইজার শাহিনুর ইসলাম প্রমুখ।

পটুয়াখালীতে ৪র্থ শ্রেনীর কর্মচারী সমিতির স্মারকলিপি

যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতেশিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,সহকারী-প্রধানা এবং সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস