জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে লাশ হলেন দুই বাংলাদেশি

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে সড়কে ঝরলো দুই বাংলাদেশির প্রাণ। ইতালির টারান্ত শহরে সানজিদ হাওলাদারের (২৮) মৃত্যু হয়েছে। আর সৌদি আরবের রিয়াদে রাকিবুল ইসলাম রাকিবের (২৪) মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

সানজিদ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার লিটন হাওলাদারের ছেলে।

আর রাকিবুল ইসলাম রাকিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুই বছর আগে ইতালি পাড়ি জমান সানজিদ হাওলাদার। সেখানে একটি ভালো চাকরিও করতেন তিনি। বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গার) দিতে নিজ বাসা থেকে বের হন। তখন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য বাসা থেকে বের হয় সানজিদ। রাস্তা পার হওয়ার সময় সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই শোক আমরা কিভাবে সইবো। এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের চাওয়া আমার ছেলের মরদেহটা যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেন।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশের সময় বুধবার রাতে ইতালির টারান্ত শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার মরদেহ দেশে আনার চেষ্টা করছি।

অন্যদিকে নিহত রাকিবুল ইসলাম রাকিবের ছোট ভাই জহিরুল ইসলাম বলেন, আমার ভাই সাত বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি গাড়ি চালাতেন। প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারা যান। আমরা খুব তাড়াতাড়ি ভাইয়ের মরদেহ দেশে আনতে সবার সহযোগিতা কামনা করছি।

যশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বলেন, প্রবাসী রাকিবের মৃত্যুর খবরে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...

প্রেসক্লাব যশোরের সাইনবোর্ডে ‘মুজিব’ লেখা কাটায় জামায়াত কর্মী বহিস্কার

‘মুজিব সড়ক’ লেখা থাকায় প্রেসক্লাব যশোরের সাইন বোর্ড কেটে...