জাতীয়

বাসে আগুন, পেট্রোলসহ দুই বিএনপিনেতা ধরা

| November 9, 2023

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৮ মিনিটের দিকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শাহজাদপুরে রাইদা পরিহনের একটি মিনিবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঢাকার মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার দুইজন বিএনপির নেতা। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply