নড়াইলে দুই ভাই খুন, যুবদল সভাপতিসহ ২৯ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর আপন দুই ভাই হত্যা মামলায় বিএনপি নেতাসহ ২৯ আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৭ নভেম্বর) নড়াইলের লোহাগড়া আমলী আদালতে হাজিরা দিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাদেরকে আদালত হতে জেলহাজতে পাঠানো হয়। এসময় আদালত চত্বরে আসামিদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী,পুলিশ ও এজাহারসূত্রে জানাগেছে, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ-সংঘাত চলে আসছিলো। দুইটি গ্রুপের একপক্ষে নেতৃত্ব দিতেন এসএম ফেরদৌস রহমান এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন মাহমুদ খান। ফেরদৌস রহমান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মাহমুদ খান লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মাহামুদ খানের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কুপিয়ে পিটিয়ে ফেরদৌস রহমানের পক্ষের সমর্থক আপন দুইভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখকে (৩৮) ঘটনাস্থলেই হত্যা করে। এসময় নিহতদের আরেক ভাই ইরান শেখ (৩৬) গুরুতর জখম হন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনায় নিহতের আরেক ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী নেওয়াজ মাহমুদ তুহিন জানান, দুই সহোদর হত্যা মামলায় ২৯ জন আসামিকে আইনের প্রতি সম্মান জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। বিজ্ঞ বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসামিদের মধ্যে রয়েছে- খান মাহমুদ আলম, শফিকুল ইসলাম ওরফে সবুজ শেখ, জাহাঙ্গির কবীর ওরফে লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খাঁন, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরণ মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান খান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা ও শেখ ফারুক মৃধা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...