প্রবাসী স্বামীর দুই কোটি টাকা আত্নসাৎ, পরকীয়া প্রেমিক কারাগারে

রংপুর ব্যুরো: রংপুরে বিয়ের নামে প্রতারণা করে প্রবাসী স্বামীর প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কলেজ শিক্ষক রায়হানুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

রবিবার (১২ মে) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত রংপুর কোতোয়ালীর বিচারক এফএম আহসানুল হকের আদালতে অভিযুক্ত স্ত্রী আফসানা সোহেলী ও তার প্রেমিক রায়হানুল হক হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ওই আদেশ দেন।

মামলার অভিযোগে জানা গেছে, রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা এটিএম আসাদুজ্জামানের মেয়ে আফসানা সোহেলী তম্পি। তার সাথে মামলার বাদী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নিজাই খামার গ্রামের তোজাম্মেল হক মণ্ডলের ছেলে লন্ডন প্রবাসী ফরহাদুজ্জামানের গত ২০১০ সালের ১২ ডিসেম্বর বিয়ে হয়। এরপর স্বামী লন্ডন চলে গেলে স্ত্রী রংপুর আঞ্চলিক বেতারের ঘোষিকা হিসেবে কর্মরত থাকার সময় তার প্রেমিক লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ শিক্ষক রায়হানুল ইসলামের সাথে খণ্ডকালীন কর্মসূত্রে রংপুর আঞ্চলিক বেতার কেন্দ্রে পরিচয় হয়। এরপর দুইজনে পরকীয়ায় যুক্ত হয়ে প্রবাসী স্বামীর ব্যবসায়ীক সূত্রে প্রাপ্ত প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। স্বামী প্রবাসে থাকায় স্ত্রীর ব্যাংক হিসাবসহ বিকাশের মাধ্যমে তার উপার্জিত টাকা স্ত্রীর নিকট প্রেরণ করতেন। এরপরে প্রবাসে থাকাকালীন স্ত্রীর বিভিন্ন ফেসবুক আইডিসহ নানা সামাজিক প্রচার মাধ্যমে স্বামী ফরহাদুজ্জামান জানতে পারেন স্ত্রী আফসানা তম্পি তার প্রেমিক রায়হানুলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তার প্রেরিত টাকা আত্মসাত করেছে। পরে তিনি গত ৭ মার্চ দেশে ফিরে ঘটনার সত্যতা জানতে পারেন এবং স্ত্রীর নিকট টাকার হিসাব চাইলে স্ত্রী তার প্রেমিক রায়হানুল ইসলামকে বিয়ে করেছে বলে জানায় এবং তাকে স্বামী হিসেবে অস্বীকার করেন।

এ ঘটনায় স্বামী ফরহাদুজ্জামান স্ত্রী আফসানা সোহেলী তম্পি ও তার প্রেমিক রায়হানুল ইসলামকে আসামি করে গত এপ্রিলের ১৬ তারিখ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত রংপুর কোতোয়ালীতে একটি মামলা (সিআর- ৪৯০/২৪)দায়ের করেন।

ওই মামলায় বিচারক এফএম আহসানুল হক দুই আসামীর বিরুদ্ধে গত ১৬ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর রবিবার ওই আদালতে দুই আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত স্ত্রী আফসানা সোহেলী তম্পির জামিন মঞ্জুর করেন এবং প্রেমিক রায়হানুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...