যশোর

যশোরে ৩৫৫ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| November 24, 2023

যশোরে পুলিশের পৃথক দুইটি অভিযানে ৩৫৫ বোতল ফেনসিডিল ও ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম।

যশোরে ১০৩ বোতল ফেনসিডিলসহ ২ যুবক ধরা

জাহিদুল বেনাপোল বারোপোতা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম মণিরামপুর উপজেলার কাশিমপুর লিয়াকতের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ অন্তর হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

যশোরে ইয়াবাসহ ২ যুবক আটক

অন্তর ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় বেনাপোল ও মণিরামপুর থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শনিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply