বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় চার কেজি গাঁজাসহ ইস্রাফিল হোসেন (২৬) ও সুমন হোসেন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মার্চ) উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ইস্রাফিল হোসেন শার্শার একঝালা গ্রামের ও সুমন হোসেন শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের বাসিন্দা।
শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে শার্শার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে ইস্রাফিল ও সুমনকে আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা দুইটি প্যাকেটে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস