যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
যশোরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা জব্দ, নারীসহ ৭ জন ধরা
মঙ্গলবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার বকুল হোসেন (৪৪) ও একই এলাকার মফিজুর রহমান (৪০)।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যশোরে চোরচক্রের চার সদস্য আটক, ৬টি ইজিবাইক উদ্ধার
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে ডিবির এএসআই ইমদাদুল হকসহ একটি দল যশোরের শার্শা উপজেলার ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বকুল হোসেন ও মফিজুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবি জানিয়েছে, আটক বকুল হোসেনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
স্বাআলো/এসএস