মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাইতানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ছাইতানতলী এলাকায় আলাউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে মোটরসাইকেল চালক তুহিন (১৭)।
নিহত নয়নের নানা শাহ আলম বলেন, বিকেলে নয়ন ও তার বন্ধু তুহিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে আমরা খবর পাই তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হসপাতালে যাই। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয় ৬টার দিকে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
স্বাআলো/এস