Uncategorized

ডিউটিতে যাওয়ার পথে সড়কে ঝরলো দুই গার্মেন্টসকর্মীর প্রাণ

| October 9, 2023

ময়মনসিংহের ত্রিশালে উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মহিলা গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার কনহর মডেল স্কুল এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বৈলর উজান পাড়ার সুমি আক্তার (২৫) ও আম্বিয়া বেগম (৩৫)।

জানা গেছে, গার্মেন্টস কর্মীরা সকালে ডিউটিতে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য এমএমসিএইচ’র মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা  হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply