জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে সাইদুল গাজী (৩৮) ও মনিরুল ইসলাম (৩০) নামে দুইজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো সাত জন শ্রমিক।
শনিবার (১৮ মে) খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
নিহত সাইদুল গাজী খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে এবং মনিরুল ইসলাম একই উপজেলার মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে ।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরি হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায় । তারা ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে আজ (শনিবার) সকালে এই দুর্ঘটনায় পড়ে। এতে সাইদুল গাজী ও মনিরুল ইসলাম মারা যায়।
স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মূলতঃ এই দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
স্বাআলো/এস