রংপুরে বিএনপির বহিস্কৃত নেতাসহ নির্বাচনে দুই নতুন মুখ

রংপুর ব্যুরো: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারাদেশের মতো রংপুর জেলার সদর উপজেলা ও গংগাচড়া এই দুইটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে দুই উপজেলায় চেয়ারম্যান হিসেবে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা নতুন মুখ সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন এবং গংগাচড়া উপজেলায় নতুন মুখ বিএনপির বহিস্কৃত নেতা ও চারবারের সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ দুইটি উপজেলায় ভোটগ্রহণ চলে। পরে রাত সাড়ে ১১টার দিকে রংপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রবিউল আলম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

রংপুর সদর উপজেলার ৬১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন আনারস প্রতীকে ২৮ হাজার ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির হোসেন কাপপিরিচ প্রতীকে ১৩ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন। সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে কৃষ্ণরঞ্জন বর্মন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১৭ হাজার ১৭৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ফজলার রহমান মাইক প্রতীকে ১৩ হাজার ৭০৮ ভোট পেয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন ফুটবল প্রতীকে ২৯ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আরজিনা বেগম প্রজাপতি প্রতীকে ২৮৫১২ ভোট।
এবারে রংপুর সদর উপজেলা নির্বাচনে তিনটি পদে মাঠে নির্বাচন করেন ১৯ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ৬১টি কেন্দ্রে ৩৬৩টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে রংপুর গংগাচড়া উপজেলার ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জেলা বিএনপির বহিষ্কৃত নেতা ও আলমবিদিতর ইউনিয়নের চারবারের সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন ২৯ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৮ হাজার ২০৮ ভোট পেয়েছেন।

এদিকে, গংগাচড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট ব্যবধান কম থাকায় দুইবার ভোট গণনা করায় ফলাফল প্রকাশে বিলম্ব হয় এবং সাময়িকভাবে বিভ্রান্ত সৃষ্টি হয়।

গঙ্গাচড়া উপজেলা নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে সাত জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন। এ উপজেলায় ১০১ টি কেন্দ্রে ৬৯৩ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...