রাত পোহালেই বাগেরহাটের ৩ উপজেলায় ভোট, দুই ওসি ক্লোজ

আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে বাগেরহাট জেলার চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট এ তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ মে) সহকারি রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ব্যালট পেপার যাবে নির্বাচনের দিন ভোরে।

অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

বাগেরহাটে স্ত্রীর সাথে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস জানান, ২য় ধাপের উপজেলা নির্বাচনে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট তিনটি উপজেলায় ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। এ সব উপজেলায় মোট ১২৪টি কেন্দ্রে তিন লাখ ৫৮ হাজার ৩৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে নির্বাচনে প্রার্থীদের পক্ষপাতিত্ব করার অভিযোগে ভোটের আগের দিনে বাগেরহাটের ফকিরহাট থানার ওসি ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ক্লোজ করা হয়েছে।

সোমবার (২০ মে) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষতির এক পত্রে বলা হয়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা রেঞ্জে সংযুক্ত করতে বলা হয়েছে। ওই দুই পুলিশ কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতেও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বাগেরহাটে ঘের থেকে কসাইয়ের লাশ উদ্ধার

এর আগে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাতের আঁধারে কর্মীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ফকিরহাট উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান (বাবু)। দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে শেখ ওয়াহিদুজ্জামান রবিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে শেখ ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন, শনিবার (১৮ মে) গভীর রাতে ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও জেলা ডিবির ওসি স্বপন রায় তার একনিষ্ঠ তিন কর্মীর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল প্রতীকের প্রতিপক্ষ প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী স্বপন দাসের পক্ষে কাজ করতে বলে অন্যথায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এতে কর্মীদের পরিবারের সদস্য এবং নিজ নিজ এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও নিরপেক্ষ ভোট প্রদানে প্রভাব পড়েছে বলে জানান অভিযোগকারী।

তিনি এ প্রতিবেদককে আরো বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং আমাদের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারীরা আমার বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। এমন সুনির্দ্দিষ্ট অভিযোগ উত্থাপন করে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম অহিদুজ্জামান বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন। এ ছাড়া মোল্লাহাট উপজেলায়ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচন অনুষ্টিত হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...