বগুড়ার শাজাহানপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বড়ুয়া বাশফোড় (৪৫) ও লাঠিয়াল বাশফোড় (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত বড়ুয়া বাশফোড় বগুড়া সদরের চকসুত্রাপুর হরিজন কলোনি এলাকার বাচুয়া বাশফোড়ের ছেলে এবং লাঠিয়াল বাশফোড় একই এলাকার ভাগিলাল বাশফোড়ের ছেলে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেপটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্বাআলো/এস