নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় সদরের সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহিস্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল শেখ (৩৭) তার সহযোগী রাজ্জাককে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) সদরের কাড়ারবিল এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া একই দিন ওই গ্রামের রাজ্জাককে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এর আগে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর একটি চাঁদাবাজির মামলায় কিছুদিন উজ্জ্বল শেখ হাজত খাটে।

নড়াইলে দূর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ভুক্তভোগীরা জানান, রবিবার (২ জুন) সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে নিউটন গাজীর (৩৮) প্রাইভেটকার পুড়িয়ে দেয়। গাড়ির পোড়ানোর পাশাপাশি নিউটনের ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং প্রায় এক লাখ টাকা লুটপাটের অভিযোগ ওঠে। এ সময় নিউটনের বৃদ্ধ বাবা আবুল হোসেন গাজী (৭০), স্ত্রী নাসরিন আক্তার (৩৫), শিশুপুত্র সাব্বির গাজী (১০) ও ছয়মাস বয়সী আরাব এবং প্রতিবেশি মোহাম্মদ লিটনকে (৪২) মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় নিউটন গাজী বাদি হয়ে নড়াইল সদর থানায় সোমবার (৩ জুন) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

নড়াইলে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

ভুক্তভোগীদের অভিযোগ, ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিউটন আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করায় প্রাইভেটকার অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা,লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ পরাজিত প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদের পক্ষে কাজ করেন।

এদিকে উজ্জ্বল শেখের বিরুদ্ধে এলাকায় লাখ লাখ টাকা চাঁদাবাজি, গোবরা বাজারে দোকানপাট লুটপাট,ভাংচুর, এলাকার নিরীহ মানুষের ও সরকারি জমি জোরপূর্বক দখল, সরকারি গাছকাটা, সাধারণ মানুষকে অত্যাচার ও নির্যাতন, ২০২১ সালে সিঙ্গাশোলপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান ও তার আত্নীয় ১০টি পরিবারকে একঘোরে করে রাখাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় সাতটি সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলা ও একাধিক জিডি রয়েছে রয়েছে। অনেকে তার ভয়ে মামলা করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। অভিযোগ রয়েছে সরকারি দলের ছত্রছায়ায় থেকে একের পর এক সে এসব অপকর্ম করে যাচ্ছে। ফলে এলাকার মানুষ তার ভয়ে কেউ কথা বলতে চায় না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নেমে আসে খড়গ।

নড়াইলে বাল্য বিবাহ মুক্তকরণের লক্ষ্যে স্কুল পর্যায়ের বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত

সিঙ্গাশোলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিত সাহা পিযুষ বলেন, এলাকায় কয়েক বছর ধরে নানা অপকর্ম ঘটলেও কোনো প্রতিকার নেই। এমনকি মুখ খোলার মতোও অবস্থা নেই। এলাকার মানুষ সব সময় অনেকটা আতংকে থাকে। সিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটুকে এ বিষয়ে জানার জন্য কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বলের বিরুদ্ধে এ পর্যন্ত মোট সাতটি চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...