আজাদুল হক, বাগেরহাট: জেলা সদরে এবার জনতার সহায়তায় জাল টাকা ও খেলনা পিস্তলসহ দুই যুবক কে আটক করা হয়েছে। শনিবার রাতে আটককৃতরা হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হামসাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ (২৫) ও সাতক্ষিরা জেলা শ্যামনগর উপজেলার ঝাপা গ্রামের দেব রঞ্জন গাইনের ছেলে উত্তম গাইন (৩৫)। এদের নিকট থেকে ৫০০ ও ১০০ টাকার নোটের ৫২ হাজার ৯০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক দুই যুবক শনিবার সন্ধ্যায় বাগেরহাট সদরের রনবিজয়পুর গ্রামের দশ গুম্ভুজ মসজিদের পাশে অবস্থান নিয়ে জাল টাকার কারবার করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ রাতেই দুজন কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরী ও বিক্রয় বিতারনের কথা স্বীকার করে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান জাল টাকা উদ্ধার ও আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে এ প্রতিবেদক কে বলেন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা
করেছে। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
স্বাআলো/এস