আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া ও ফকিরহাট উপজেলার পল্লীতে পারিবারিক কলহের কারনে পৃথকভাবে দুইজন আত্মহত্যা করেছে।
খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ শুক্রবার (৩ মে) দুই জনের মৃতদেহ উদ্ধার পুর্বক সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
আত্মহত্যাকৃতরা হলো, কচুয়া উপজেলার আড়য়ামর্দন গ্রামের আরজ আলী মীরের ছেলে ভ্যানচালক সুজন মীর (২৮) ও ফকিরহাট উপজেলার বেতাগা জয়পুর গ্রামের ফিরোজ শেখের স্ত্রী লাইজুয়ারা বেগম(২৬)।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার ওসি মহসীন জানান, উপজেলার আড়–য়া মর্দন গ্রামের ভ্যান চালক সুজন মীর পারিবারিক কলহের কারনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে। এ অবস্থায় বাড়ীর লোকেরা রাতেই তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে ওয়াশ করার পর উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে এনে ভর্ত্তি করা হয়।
এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে সে মারা যায়। অপর দিকে ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম বলেন, উপজেলার বেতাগা ইউনিয়নের জয়পুর গ্রামের ফিরোজ শেখের স্ত্রী লাইজুয়ারা বেগম শুক্রবার (৩ মে) ঘরের আড়ার সাথে গলায় ওঁড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা পুলিশ কে জানায়।
পারিবারিক কলহের কারনে তিন মাসের সন্তান রেখে অবার অজান্তে লাইজুয়ারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস