খুলনা বিভাগ

মাগুরায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

| May 15, 2024

মাগুরা থেকে দুইটি পাইপগানসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহের র‌্যাব।

মঙ্গলবার (১৪ মে) মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া কবরস্থানের সামনে থেকে তাদের আটক করা হয়।

এই ঘটনায় ওই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলো, একই উপজেলা শহরের মিন্টু বিশ্বাস ও ইব্রাহিম বিশ্বাস।

র‌্যাব ঝিনাইদহ ক্যাম্প জানিয়েছে, আটক দুইজন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে নানা ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে বেড়ায় বলে এলাকাবাসীর অভিযোগ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলা শহরের খামারপাড়া কবরস্থানে পাশে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে বলে জানতে পারে। এসময় সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক রা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি পাইপগান।

স্বাআলো/এস

Debu Mallick