চোর সন্দেহে মানুষ হত্যা সভ্যতাবর্জিত আচরণ

সম্পাদকীয়: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চোর সন্দেহে আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৪ জুলাই মহিষকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। মহিষকুন্ডিতে গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে ধরে রাতে মারধর করেন গ্রামবাসী। দৌলতপুর থানার ওসি বলেন, চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী ।

চোর সন্দেহে আবারো একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটলো। গণমাধ্যমে প্রায় এ অমানবিক ঘটনার খবরটি প্রকাশিত হয়। আমরা কোথায় চলেছি ।

একদল লোক চোর চোর সন্দেহে ৩০ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করলো তাদের আচরণে মনে হচ্ছে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। বুশ ভালো কি খারাপ সে বিতর্কে আমরা যাচ্ছিনে। তার দোষগুণ প্রমাণের জন্য আইন আছে। আছে বিচার ব্যবস্থা। যুবককে তারা আইনের হাতে তুলে দিতে পারতো। তা না করে তাকে আইন হাতে তুলে নিয়ে তাকে হত্যা করেছে। দিন পাল্টেছে। কবি সুফিয়া কামাল বাস্তবতার সাথে মিল করে কবিতা লিখেছেন ‘আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।’ এটাই বাস্তবতা। যে সময় আধুনিক প্রশাসনিক ব্যবস্থা ছিলো না তখন মানুষ সান্ত¡না পেতে অনেক কিছু করতো। কিন্তু এখন সে দিন আর নেই। জ্ঞান-বিজ্ঞনের উৎকর্ষতার দিনেও যে আজ এক শ্রেণির মানুষ আইনকে তোয়াক্কা করছে না।

তারা কোন জগতে বাস করে এটাই আজ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কবি গুরু লিখেছিলেন, ‘হে বঙ্গ জননী, সাত
কোটি সন্তানকে রেখেছ বাঙালি করে, মানুষ করোনি।’ আসলে জাতি হিসেবে বাঙালি এক হুজুগে জাতি। নতুবা এক রাতে সারা দেশের মানুষ কঞ্চির পানি খায় কি করে? কে হুজুগ তুলে দিল কঞ্চির পানি খেলে রোগ-ব্যাধি
সেরে যাবে। আর অমনি এই পানি খেল সবাই। ভাবতেও অবাক লাগে মুখে মুখে সারা দেশে এ কথাটি ছড়িয়ে পড়েছিল। কেউ একবার ভেবেও দেখলো না, আসলে কি কথাটা সত্য। জাতি হিসেবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে বাস্তববাদী।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...