জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লাকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুই ভাতিজা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাল্টু মোল্লা কাকুড়াডাংগা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গ্রামের মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। সে সময় পথে তার ভাতিজা মিরাজ ও আসাদ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহে ঘরের দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি
নিহত লাল্টু মোল্লা পরকীয়া প্রেমের জের ধরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করে লাল্টু। এ নিয়ে তাদের পরিবারের মাঝে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে লাল্টু মোল্লাকে কুপিয়ে হত্যা করে।
ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
স্বাআলো/এস