সবুজসহ নিহতদের জন্য দেশব্যাপী গায়েবানা জানাজা করবে আ.লীগ

| July 17, 2024

ঢাকা অফিস: ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে দেশব্যাপী গায়েবানা জানাজা করবে আওয়ামী লীগ।

বুধবার (১৭ জুলাই) বাদ আছর এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

কোটা আন্দোলনকারীদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী নিহত

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুযা জানান, মঙ্গলবার বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে দেশব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠানের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায় নিহত সবুজ আলীর জন্য শাহবাগে বেলা ৩টায় জানাজা অনুষ্ঠিত হবে।

স্বাআলো/এস