বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে।
সংস্থাটির শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজারে।
রবিবার (১৮ মে) বিবিএস শ্রমশক্তি জরিপের ফলাফল প্রকাশ করে এই তথ্য জানায়। জরিপের তথ্যমতে, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের তুলনায় অক্টোবর-ডিসেম্বর সময়ে বেকারের সংখ্যা বেড়েছে ৬০ হাজার। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস শেষে দেশে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার।
বিবিএস-এর প্রকাশিত তথ্যে আরো বলা হয়েছে, ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। এই নতুন পরিসংখ্যান দেশের কর্মসংস্থান পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেছে।
স্বাআলো/এস