জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংর্বধনা দিয়েছেন ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।
শুক্রবার ৫নং কমলাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন এর আয়োজনে এবং ইসলামপুর স্বেচ্ছাসেবক সংগঠন এর নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতায় ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংর্বধনা দেয়া হয়। শিক্ষা প্রকৌশল অধিদফতর পটুয়াখালী এর হিসাব রক্ষক (অবঃ) মুহাম্মাদ মুজিবর রহমান এর সভাপতিত্বে এবং আঃ জলিল মৃধা মাস্টার এর সঞ্চালনে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব আঃ ছালাম মৃধা।
এ সময় নব-নির্বাচিত সদস্য সুলতান পাঠান, মিজানুর রহমান, সবুজ হাওলাদার নব-নির্বাচিত নারী সদস্য আফরোজা আক্তার,ইউপি সদস্য শাহজাহান হাওলাদারসহ ইসলামপুর স্বেচ্ছাসেবক সংগঠন এর নেতৃবৃন্দ,৮নং ওয়ার্ডের মুরুব্বীগন,
ইসলামপুর দাখিল মাদ্রাসা এর সুপার শিক্ষকবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যানকে নির্বাচনে প্রতীক স্বর্নখচিত চশমা এবং ফুল দিয়ে বরণ করে নেন ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন এবং ইসলামপুর স্বেচ্ছাসেবক সংগঠন এর নেতৃবৃন্দ।
স্বাআলো/এস