ঝিনাইদহে ফসল কেটে নজিরবিহীন ক্ষতির

সম্পাদকীয়: ঝিনাইদহ জেলার শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির অন্তত ১০ হাজার কলাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ৬ জুলাই উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ৎ

ভুক্তভোগী কৃষক শাহীন আলম, রেজাউল করিম ও কামরুল ইসলাম বলেন, মাঠে এসে দেখি আমাদের জমির কলা গাছ কেটে ফেলে রেখে গেছে। গাছে কাদি আসা শুরু করেছিলো। আমাদের অন্তত ১০ হাজার কলাগাছ কেটে দিয়েছে।
সামাজিক দ্ব›দ্বর কারণে আমরা সবকিছু হারিয়ে ফেললাম। আমরা এর বিচার চাই।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ভুক্তভোগী কৃষকেরা লিখিত অভিযোগ দিলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শৈলকুপার সামাজিক সহিংসতা নিরসনে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।

পুলিশ ক্ষতিগ্রস্থ ক্ষেত পরিদর্শন করেছে। গ্রামাঞ্চলে কৃষকদের ঘায়েল করার এক মোক্ষম কৌশল বের করেছে দুর্বৃত্তরা। কোনো কৃষকের সাথে যদি কারো দ্ব›দ্ব কলহ হয় তাহলে প্রকাশ্যে কৃষকের বিরুদ্ধে কিছু না করে তার ফসল নষ্ট করে দিয়ে তাকে সর্বস্বান্ত করা হচ্ছে। এমন ধরনের ঘটনা সন্ত্রাসীরা প্রায়শ ঘটাচ্ছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, বিভিন্ন এলাকায় প্রায় এ ধরণের ঘটনা ঘটছে। গ্রাম এলাকায় একটা কথা প্রচলিত আছে, এক জায়গায় চাঁদ উঠলে সব জায়গায় ওঠে। ফসল নষ্ট করে কৃষককে ক্ষতি করার দুর্বৃত্তদের এ কৌশল সব জায়গায় শুরু হয়েছে। বিষয়টাকে হয়তোবা পুলিশ গ্রাম্য চাষাভুষা মানুষের ঘটনা বলে গুরুত্ব দেয়নি। কিন্তু বিষয়টা কোনোক্রমেই অবহেলা করার মতো নয়। দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেই সম্ভবত দুর্বৃত্তরা একই অপরাধ বার বার ঘটাতে আষ্কারা পাচ্ছে।

ফসল যারা ক্ষতি করতে পারে তারা পারে না এমন কোনো অপরাধ নেই তাদের কাছে। এদের দমনে শৈথিল্য প্রদর্শন জাতির ক্ষতিকে তরান্বিত করার শামিল। ফসল নষ্ট করার কয়েকটি ঘটনা থেকে যা জানা গেছে তাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বেশুমার ক্ষতির যে বর্ণনা আমরা পেয়েছি তাতে ওই কৃষকরা সর্বস্বান্ত হয়ে গেছেন। ফসল ক্ষতিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এক দিন দেখা যাবে কৃষকরা উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছে, যা জাতির জন্য শুভ খবর নয়।

এমন একটি অবস্থা হবার আগেই ফসল হন্তারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...