জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালীভান্ডারদহ পিরতলী মাঠ থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধারের দিনই পুলিশী তদন্তে হত্যা রহস্য উন্মোচতি হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত রুবেল মিয়া ও সোহেল রানাকে আটক করেছে পুলিশ। ওই আটক দুইজন আদালতের বিজ্ঞ বিচারকের কাছে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত
মঙ্গলবার (৪ জুন) চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান পিপিএম সাংবাদিক সম্মেলনে জানান, চুয়াডাঙ্গা সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ বিজ্ঞ বিচারক রিপন হোসেনের কাছে স্বেচ্ছায় জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আটক চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া পূর্বপাড়ার রুবেল মিয়া (২৩) ও একই পাড়ার আনিসের ছেলে সোহেল রানা (২০)। এদের কাছ থেকে হত্যাকাজে ব্যবহৃত আলামত ধারালো ছুরি, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের তদারকি, ২ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাচারীপাড়ার মরহুম দেসের আলীর ছেলে। তিনি কবিরাজী পেশায় যুক্ত ছিলেন এবং চাষাবাদ করতেন। নিহতের আপন ভাইয়ের ছেলে সানোয়ার হোসেন এ হত্যাকান্ডের পর চুয়াডাঙ্গা সদর থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করে। মামলা নম্বর: ০১ তারিখ: ০১.০৬.২০২৪।
পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান আরো জানান, প্রত্যেক দিনের মত কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী দোকান থেকে চা পান করে বাড়ী ফিরে আসে। কিন্তু গত শুক্রবার (৩১ মে) তিনি বাড়ী থেকে বেরিয়ে রাতে আর ফিরে আসেনি। তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে যুগিরহুদা হতে কালীভান্ডারদহ রাস্তায় পিরতলী মাঠে পাশে ফেলে রেখে যায়। সদর থানায় হত্যা মামলা রুজুর পর অতিরিক্ত পুলিশ সুপার (চুয়াডাঙ্গা সদর সার্কেল) আনিসুজ্জামানের দিক-নির্দেশনায় সদর থানা পুলিশ, চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন দল গোপন ও প্রকাশ্য তদন্ত করে হত্যাকান্ডের সঙ্গে জড়িত রুবেল মিয়া ও সোহেল রানার সংপৃক্ততা পেলে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। নিবিড় জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। তারপর তারা আদালতে বিজ্ঞ বিচারকের কাছে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জানায়, আব্দুর রাজ্জাক ওরফে রাজাই কবিরাজ মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলো। রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য রাজাই কবিরাজের সরণাপন্ন হয়। গত শুক্রবার (৩১ মে) রাজাই কবিরাজ জীনের মাধ্যমে চিকিৎসা দেয়ার কথা বলে রুবেল ও তার স্ত্রীকে সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর ব্রিজের নিকট পান বরজের কাছে নিয়ে যায়। এরপর রুবেলকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পর রুবেল ফিরে এসে তাদের না পেয়ে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে সেটা বন্ধ পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩৫-৪০ মিনিট পর রাজাই কবিরাজ ও তার স্ত্রী পানবরজের কাছে ফিরে আসলে,রুবেল তার স্ত্রীকে দেখে কোন খারাপ কাজ করেছে বলে সন্দেহ করে।
পরবর্তীতে রুবেল বাড়ী ফিরে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে, সে কান্নাকাটি করে বলে যে, রাজাই কবিরাজ তার সম্ভ্রমহানী করেছে। এটা জানার পর রুবেল তার সহযোগী সোহেল রানাকে নিয়ে বাড়ী থেকে বের হয়। রাজাই কবিরাজকে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর জীন তাড়ানোর কথা বলে,কৌশলে সুবদিয়া সিপি বাংলাদেশ লিমিটেড ভূট্টা ক্রয় কেন্দ্রের সামনে থেকে মোটসাইকেলের মাঝখানে বসিয়ে কালীভান্ডারদহরে দিকে নিয়ে যায়। এ সময় মোটরসাইলের পেছনে বসা রুবেল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাজাই কবিরাজের গলায় পোচ দিয়ে তাকে মোটরসাইকেল থেকে নির্জন রাস্তায় ফেলে দেয় এবং তার মৃত্যু নিশ্চিত করে। মরদেহটি রাস্তার পাশে ফেলে দিয়ে গাছপালা দিয়ে ঢেকে দিয়ে তারা বাড়ী ফিরে যায়। এ হত্যাকান্ডের তদন্তে সকল আইনী বিধিবিধান মেনে তদন্ত কাজ করা হয়েছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপ্স) নাজিম উদ্দীন আল আজাদ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।
স্বাআলো/এস