চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ সংক্রান্ত জারি করা আদেশে জেষ্ঠ্য সহকারী সচিব আনিসুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এ সংক্রান্ত একটি পাওয়ার পর বিষয়টি সঠিক বলে জানিয়েছেন।
খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালের সাময়িক বরখাস্ত হওয়ার কারণ সম্পর্কে জানা যায়, ২০২৩ সালের ২৯ জুলাই ওই ইউনিয়নের তিওরবিলা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরিস্থিতির প্রেক্ষিতে চেয়ারম্যান লাল, জনসমুক্ষে প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে মারধর ও তাদেরকে আর্থিক জরিমানা করে। এ ঘটনার পর ওই বছর ৩১ জুলাই রাতে নির্যাতিত ব্যবসায়ী লালন আলমডাঙ্গা থানায় খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করে। সেই মামলা আদালতে গৃহীত হয়। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান লালকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা ১ সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়েছে যে, যেহেতু খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়েরকরা মামলা নম্বর ১ (জি.আর.১৫৫/২০২৩), তারিখ: ১২.১০.২০২৩-এর অভিযোগে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, চুয়াডাঙ্গা, আমলে নেয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। সেহেতু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। এ মর্মে সরকার মনে করে চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লাল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) শারমিন আক্তার বলেন, খাসকররা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্যও বলা হয়েছে। মন্ত্রণালয়ে কারণ দর্শানোর পর সেটা সন্তোষজনক না হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হতে পারে।
স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...