জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে ১০৪৯.৩০০ গ্রাম ওজনের ৯ পিস সোনার বারসহ আমজেদ আলী মোড়ল ও ওরফে খোকন মেম্বর (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩ এপ্রিল) সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে এই সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার দাম এক কোটি এক লাখ ৫৭ হাজার ২২৪ টাকা।
আটক আমজেদ আলী মোড়ল ও ওরফে খোকন মেম্বর সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
স্বাআলো/এস