ঢাকা অফিস: তৃতীয় ধাপে বুধবার ৮৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-
বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম আশরাফুল কবীর বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান চেয়ারম্যান নির্বচিত হয়েছেন।
বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান হলেন বিপুল ফারাজী
নীলফামারী: উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।
দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মিনহাজ আশরাফী বাবু।
শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান চেয়ারম্যান ভানু লাল রায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অভয়নগরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন অলিয়ার
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন বাবলু।
দিনাজপুর: সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।
সাতক্ষীরা: সদর উপজেলা পরিষদ নির্বাচনে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নানিয়ারচর: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা। ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন।
লংগদু: রাঙ্গামাটির লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু। ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন রকিব হোসেন এবং নারী মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ফাতেমা জিন্নাহ।
লালমনিরহাট সদর: জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুজন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরশাদুল করিম রাজু। আর বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লতিফা বেগম লাকী।
রামু: কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।
উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাসেল চৌধুরী।
টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।
স্বাআলো/এস