জেলা প্রতিনিধি, নড়াইল: দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম। তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৮৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু হেলিকপ্টার প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৪৩৯ ভোট। এছাড়া নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৯০ ভোট, বীরমুত্তিযোদ্ধা মুন্সী নজরুল ইসলাম দোয়াতকলম প্রতীকে পেয়েছেন চার হাজার ৯০ ভোট ও আইয়ুব হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মোস্তফা কামাল লিওন টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১১৫ ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি কলস প্রতীকে ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ১০ হাজার ৭৭০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৬ হাজার ৯০৮ জন ভোটার। বাতিল হয়েছে এক হাজার ৬২৫টি ভোট। ভোট পড়েছে শতকরা ৩৬ দশমিক ৪৯ শতাংশ।
স্বাআলো/এস