চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দুইবারের নির্বাচিত ও জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সাংবাদিক ও শিক্ষাবিদ আতিউর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে)।

২০০৩ সালের এইদিনে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরানখানি, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভা সহ নানা কর্মসূটি গ্রহণ করা হয়েছে।

মরহুম আতিউর রহমান একাধারে শিক্ষক, জনপ্রিয় রাজনীতিবিদ ও সাংবাদিক ছিলেন। তিনি ডেইল স্টার ও ডেইলি অবজারভারের যশোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চৌগাছার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চৌগাছা তথা যশোরের সাংবাদিকতার পথিকৃৎ।

তার দুই ছেলে জিল্লুর রহমান মিন্টু ও রেজাউর রহমান রেন্দু চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জিল্লুর রহমান মিন্টু যশোর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার ছোট ছেলে জিয়াউর রহমান রিন্টু একাধারে চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ঘাতক দালাল নির্মুল কমিটি চৌগাছার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মরহুম আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর কারবালায় মরহুমের কবর জিয়ারত, মরহুমের গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও চৌগাছা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের ছোট ছেলে চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...